ওয়েব ডিজাইনঃ

ওয়েব ডিজাইনঃ

আমরা প্রত্যেকে ওয়েব এর সাথে কম বেশি পরিচিত। আজকের ব্লগের মাধ্যমে যারা ওয়েব কী? ওয়েব কি কাজে ব্যবহৃত  হয়?  বা ওয়েব ডিজাইন সম্পর্কে আক্ষরিক জ্ঞান নেই। তাদেরকে এই বিষয়  সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। যাদের এই সম্পর্কে জ্ঞান আছে, তারা আমার পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করতে পারেন।।




 ওয়েব ডিজাইন কথাটা শুনলে প্রথমে মনে আসে ব্রাউজারে কিছু লিখে সার্চ করার পর তথ্যসংবলিত বিভিন্ন পেজ এর কথা। এইসব পেজ বিভিন্ন ধরনের ডিজাইন করা, অ্যানিমেশন অ্যাড করা, কালারিং করা, বিভিন্ন টুল  ব্যবহার করে, ইউজার এর নিকট ফুটিয়ে তোলা পেজ।


এইসব পেজ  কালের বিবর্তনে এমন দেখায়। পরবর্তী সময়ে আজকের দিনের চেয়ে আরো আপডেট হবে। ১৯৮৯ সালে টিম বার্নাস লিঃ শুধুমাত্র এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার  এ ফাইল পাঠানোর জন্য www(World Wide Web) তৈরি করেন। 



Comments

Popular Posts