MERN stack development
MERN stack development is a popular choice for building full-stack applications using MongoDB, Express.js, React, and Node.js. Here’s a roadmap for learning the MERN stack in :
1. প্রাথমিক জ্ঞান
-HTML/CSS: ওয়েবপেজের মৌলিক কাঠামো এবং ডিজাইন শেখা।
- JavaScript: ES6 ফিচার, DOM ম্যানিপুলেশন, অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং।
2. Node.js
- Node.js ইনস্টলেশন: Node.js কিভাবে ইনস্টল করবেন এবং সেটআপ করবেন।
- NPM (Node Package Manager):প্যাকেজ ব্যবস্থাপনা এবং মৌলিক কমান্ড।
3. Express.js
- Express.js পরিচিতি: Express ফ্রেমওয়ার্কের মূল ধারণা।
- API তৈরি:RESTful API তৈরি করা এবং HTTP মেথডগুলি ব্যবহৃত করা।
4. MongoDB
- MongoDB পরিচিতি: ডেটাবেজের মৌলিক ধারণা।
- MongoDB Atlas:ক্লাউডে MongoDB ব্যবহারের জন্য সেটআপ।
- Mongoose: MongoDB-এর জন্য ODM (Object Data Modeling) লাইব্রেরি।
5. React
- React-এর মৌলিক ধারণা:কম্পোনেন্টস, JSX, প্রপস এবং স্টেট।
- React Router: এক পৃষ্ঠার অ্যাপ্লিকেশন তৈরি করতে রাউটিং।
- Hooks:ফাংশনাল কম্পোনেন্টে স্টেট এবং লাইফসাইকেল মেথড ব্যবহার।
6. Full Stack Integration
- Backend ও Frontend যুক্ত করা: API কিভাবে কল করবেন React থেকে।
- Authentication: JWT (JSON Web Token) ব্যবহার করে ইউজার অথেনটিকেশন।
7. প্রজেক্ট তৈরি
- ছোট প্রজেক্ট: TODO অ্যাপ বা নোট টেকিং অ্যাপ।
- মাঝারি প্রজেক্ট: ব্লগ সাইট বা e-commerce ওয়েবসাইট।
8. উন্নত কনসেপ্ট
- Redux:স্টেট ম্যানেজমেন্টের জন্য Redux ব্যবহার।
- Testing: Jest এবং Enzyme দিয়ে টেস্টিং।
- Deployment: Heroku বা Netlify-তে অ্যাপ্লিকেশন ডিপ্লয় করা।
9. সম্প্রদায় ও সংস্থান
- অনলাইন কোর্স:Udemy, Coursera বা YouTube থেকে কোর্স।
- GitHub:প্রকল্প শেয়ার এবং ওপেন সোর্সে অবদান রাখা।
- কমিউনিটি:ফোরাম এবং গ্রুপে যুক্ত হওয়া।
10. অনুশীলন ও প্রবৃদ্ধি
- কোড চ্যালেঞ্জ:LeetCode, HackerRank।
- নতুন প্রযুক্তি:GraphQL, TypeScript, Next.js ইত্যাদি।
এটা একটি মৌলিক রোডম্যাপ, এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অংশে গভীরভাবে প্রবেশ করতে পারেন। সফল হোন!
Comments
Post a Comment